জে এইচ এম ইউনুস (কক্সবাজার প্রতিনিধি):
কক্সবাজারের চকরিয়ায় গাছ কাটতে গিয়ে গাছের নিচের চাপা পড়ে মোহাম্মদ বাপ্পী (৩৫) নামে এক দিনমজুর কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ মুহুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
গাছ চাপায় মারা যাওয়া কাঠুরিয়া বাপ্পী একই ইউনিয়নের পাশ্বোক্ত ৭নম্বর ওয়ার্ডের ইসলাম এলাকার জাফর আলমের ছেলে।
তিনি ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের
৮নম্বর ওয়ার্ডস্থ মুহুরী পাড়া এলাকায় মৃত শামসুল আলমের বসতবাড়িতে গাছ কাটতে যান একই ইউনিয়নের পাশ্বোক্ত ইসলাম এলাকার জাফর আলমের ছেলে দিনমজুর কাঠুরিয়া বাপ্পী। গাছ কাটার একপর্যায়ে কাঠুরিয়া গাছে বাঁধা রশির সাথে প্যাচে যাই। অসাবধান বশত: গাছটি মাটিতে ফেলা হলে সে গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনকে ঘটনার বিষয়ে জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ উচমান গনি বলেন, গাছের নিচে চাপা পড়ে কাঠুরিয়ার মৃত্যুর বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।##