Wednesday , 27 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঘুমধুমে রওজাতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও হিফজখানা উদ্ধোধন 

ঘুমধুমে রওজাতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও হিফজখানা উদ্ধোধন 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বেতবনিয়া বাজার রওজাতুল কোরআন আদর্শ নূরানী কে.জি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্প্রসারিত নতুন হিফজখানার উদ্ধাধনী সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারী সকাল সাড়ে ৯ টায় বেতবুনিয়া জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এলাকার বিশিষ্টজন, আলেম-ওলামা, অভিভাবক ও শিক্ষার্থীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বেতবনিয়া জামে মসজিদের খতীব মাওলানা হারুনর রশিদের সঞ্চালনায়,পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ ইউনুস সরওয়ার।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ।প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন উখিয়া সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হযরত মাওলানা মুফতি রিদয়ানুল করিম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর,দক্ষিণ ঘুমধুম মিসকাতুন্নবী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সেলিম উল্লাহ,উখিয়ার থাইংখালী দারুত তাহজীব মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুস সাত্তার,ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, বালুখালী বাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা নুরুল আমিন,সাংবাদিক শ.ম.গফুর,ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, শিক্ষানুরাগী আবদুল হামিদ,মাওলানা আজিজুল হক,সমাজ সেবক শামসুল আলম সওদাগর,যুবনেতা সিরাজুল হক প্রমুখ। অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ  গিয়াস উদ্দিন,জলপাইতলী জামে মসজিদের খতীব মাওলানা সিদ্দিক আহমদ,হেডম্যান পাড়া জামে মসজিদের খতীব মাওলানা শাহাব উদ্দিন,অভিভাবক ও সমাজ হিতৈষী জাহেদ হোসেন,ছৈয়দ নুর,খসরু,মোহাম্মদ সিদ্দিক,সংবাদকর্মী এম.এ.রহমান সীমান্ত,হোছন আহমদ,আবদুল মাবুদ,নুর মোহাম্মদ, শামসুল আলম,শামসুল আলম সওদাগর,খাইরুল বশর

প্রমুখ সহ শত-শত অভিভাবক, শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা কোনআন শিক্ষার উপর গুরুত্বারোপ করে দ্ধীনি শিক্ষা গ্রহণের জন্য সকল অভিভাবক ও উপস্থিত সকলের প্রতি আহবান জানান।কোরআন শিক্ষা গ্রহণ, আল্লাহ ও রাসুলের জীবনাদর্শ লালনই একজন প্রকৃত মুমিন হিসেবে গড়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেন। আলোচনা সভা পরবর্তী ২০২১ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।সবশেষে প্রতিষ্ঠানের অগ্রগতি ও সফলতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।

 

 

About Syed Enamul Huq

Leave a Reply