অনলাইন ডেস্ক:
একাদশ সংসদের ষোড়শ অধিবেশনের চলতি অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে সংসদে একটি প্রস্তাব তোলা হয়েছে। সোমবারের (১৭ জানুয়ারি) সকালে বৈঠকে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ দিতে ওই প্রস্তাব তোলেন।
গত ১৬ জানুয়ারি শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি। এদিকে ধন্যবাদ প্রস্তাব আনার পরই সোমবার এর ওপর আলোচনা শুরু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রথমে আলোচনায় অংশ নেন।
সংবিধান অনুযায়ী কোনো সংসদ গঠনের পর প্রথম অধিবেশন এবং প্রতি ইংরেজি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন