উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পের পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে (শফি উল্লাহ কাটা ক্যাম্প) আগুন লাগে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক জানান, ১৬নং ক্যাম্পের জি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি।