ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বাসুদেব ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার (বুধবার) বেলা ১১ টাযর দিকে বাসুদেব ইউনিয়নের দতাইশ্বার কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জন আহতসহ দুই মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে।
ভোটার ইদ্রিস মিয়া জানান, ভাতসালা গ্রামের মুরগ মার্কা বর্তমান মেম্বার বাবুল মিয়ার সমর্থকরা দতাইশ্বার গ্রামের ফুটবল মার্কা শাহিনের ভোটার সমর্থকদের একে অপরের বিরুদ্ধে জোর পূর্বক ভোট কেন্দ্র থেকে বের করে দিতে চাইলে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় লাঠিসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়।
এ বাবুল মিয়া বলেন, দতিশ্বরের শাহিন সবসময় কেন্দ্র দখল করতে চায়। এ বার প্রতিবাদ করায় শাহিন ভূইয়ার লোকজন আমার লোকজনদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দতিশ্বরের শাহিন মিয়া জানান, আমি সহিংসতার পক্ষে না। এ ঘটনায় আমার লোকজন জড়িত না। তারা সবসময় এ কাজ করে।
এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ভোটগ্রহণ চলছে।