নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালী সদর উপজেলার হরিনারয়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের মাহেন্দ্রক্ষনে জেলা শহরের হরিনারয়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের শতবর্ষ পূর্তিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) নোয়াখালী জেলা শাখা এই সমাবেশের আয়েজন করে। সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিতি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মোহাম্মাদ দিদার-উল-আলম। সামাবেশে বি.টি.এ নোয়াখালীর সাধারন সম্পাদক মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। এতে বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন, সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম সেলিম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ ছালেহ উদ্দিন চৌধুরী, হরিনারাণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, চরজব্বার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলম সাজু, বি.টি.এ নোয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি এবিএম আবদুল আলীম। সমাবেশ শুরুর আগে জেলার ম্যাধমিক বিদ্যালয়ের শিক্ষদের অংশগ্রহনে জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গন থেকে বণ্যর্ঢ্য র্যালি শহরের প্রধান সড়ক অতিক্রম করে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।