Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক টাইমস: ৫৯ হাজার পাঠক জানেন না মানচিত্রে ইউক্রেন কোথায়

নিউইয়র্ক টাইমস: ৫৯ হাজার পাঠক জানেন না মানচিত্রে ইউক্রেন কোথায়

অনলাইন ডেস্ক:

মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর ৬৮ শতাংশ পাঠক জানেন না যে, মানচিত্রে ইউক্রেন-এর অবস্থান কোথায়। সংবাদপত্রটি ‘গ্রেট নিউজ কুইজ’ নামে একটি সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষায় তারা জানতে পেরেছে, ৫৯ হাজার পাঠক জানেন না যে, মানচিত্রে ইউক্রেনের অবস্থান কোথায়।

২০২১ সালে পাঠকদের জন্য ৪০টি কুইজের আয়োজন করে নিউইয়র্ক টাইমস। তার মধ্যে মানচিত্রে ইউক্রেন চিহ্নিত করতে বলা হয়েছিল। তাতে দেখা যায়, ১ লাখ ৮৫ হাজার ২৪২ জন পাঠক সেই কুইজে অংশ নিয়েছেন। তার মধ্যে ৬৮ শতাংশ পাঠক সঠিকভাবে ইউক্রেন চিহ্নিত করতে পেরেছেন। বাকি ৫৯ হাজার পাঠক জানেন না যে, ইউক্রেন ঠিক কোথায় অবস্থিত।

এদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে দোষ দিচ্ছে যে, তারা ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন রেখেছে। আর সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

রাশিয়ার দাবি, নিজেদের ভূখণ্ডের ভেতরে সেনা বিভিন্ন স্থানে সরানোর অধিকার তাদের রয়েছে। মস্কোর মতে, এটাকে কোনো ভাবেই অপরের ওপর আগ্রাসন বলা যাবে না।

সূত্র: স্পুটনিক নিউজ।

About Syed Enamul Huq

Leave a Reply