Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
টেকনাফে ৫ কোটি ১৮ লক্ষ টাকার আইস উদ্ধার

টেকনাফে ৫ কোটি ১৮ লক্ষ টাকার আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পরিত্যক্ত অবস্থায় ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইসের চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৬ ডিসেম্বর (রবিবার) দিনের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির নিয়মিত টহল দল জেলে পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে ওই মাদক আইস উদ্ধার করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বিজিবি সদস্যরা টহলকালে দুইজন লোক নাফনদী অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তখন বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করলে তারা নাফনদীতে ঝাঁপ দেয়। এরপর বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ক্রিস্টাল মেথ বা আইসের একটি পুটলা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে খুলে পরিমাপ করে। এতে ৫ কোটি ১৮ লক্ষ টাকা মূল্যমানের ১ কেজি ৩৬ গ্রাম আইস পাওয়া যায়।
মালিকবিহীন জব্দকৃত মাদকের চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়নের ষ্টোরকিপারে জমা রাখা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply