অনলাইন ডেস্ক:
দেশে করোনাভাইরাসের বুস্টার ডোজ আগামীকাল রবিবার থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং গুরুতর অসুস্থ তাঁদের বুস্টার ডোজ দেওয়া হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাহিদ মালেক এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘এখন যাঁরা ষাটোর্ধ্ব, সম্মুখ সারির (ফ্রন্টলাইনার), তাঁদের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুস্টার ডোজ দেওয়ার যাবতীয় কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছেন। সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলছে। বুস্টার ডোজ দেওয়ার তালিকা তৈরি করা হচ্ছে। দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই।’
জাহিদ মালেক বলেন, দেশে এখন সাত লাখ ফাইজারের টিকা হাতে আছে। আগামী মাসে আরো দুই কোটি ভ্যাকসিন আসবে। সব মিলিয়ে দেশে এখন পৌনে পাঁচ কোটি ভ্যাকসিন রয়েছে।
করোনার নতুন ধরন ওমিক্রনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যে দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল, তাঁরা এখন ভালো আছেন। সুস্থ আছেন।
তৃতীয় কোনো ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়নি।