Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রায়ে খুশি তবে সকলের ফাঁসির আদেশ হলে  আরো খুশি হতাম : আবরারের ছোট ভাই 

রায়ে খুশি তবে সকলের ফাঁসির আদেশ হলে  আরো খুশি হতাম : আবরারের ছোট ভাই 

কুষ্টিয়া প্রতিনিধি:
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা মামলার রায়ে তার মা সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন মামলার যাবজজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্তদেরও ফাঁসির আওতায় আনতে হবে তা না হলে আমরা তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। তিনি বলেন, এই হত্যা কান্ডের অন্যতম আসামী অমিতের ফাঁসির রায় আশা করেছিলাম কেননা অমিত ঘটনাস্থলে না থাকলেও ফোনে এবং সব কিছুতেই তার সম্পৃৃক্ততা ছিল। বুধবার দুপুর ১২টা ১২ মিনিটে আবরারের মামলার রায় ঘোষনার মুহুর্তে আবরারের মা ছিলেন কুষ্টিয়া শহরের পিটআিই রোডস্থ বাসায়। মামলার রায় শুনতে ১২টার দিকে তিনি টিভির রুমে প্রবেশ করেন এসময় তিনি সাংবাদিকদের উপস্থিতি দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আজ ফাইয়াজের পরীক্ষা ছিল কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করেনি কিন্তু আবরার থাকলে ঠিকই ফাইয়াজের পরীক্ষার খবর নিত। ১২টা ১২মিনিট টিভির পর্দায় আবরারের রায় ঘোষনা দেখতে পেয়ে তিনি কান্না শুরু করেন, তিনি সাংবাদিকদের জানান, আদালত যে রায় দিয়েছে তাতে আমি এবং আমার পরিবার সন্তুষ্ট তবে বাকী ৫জনকে ফাঁসির আদেশ না দেয়ার বিষয়টি আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তিনি দ্রæত এই ফাঁসির রায় কার্যকরের পাশাপাশি বাকী ৫জনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান। এসময় আবরারের ছোট ভাই ফাইয়াজ সাংবাদিকদের বলেন, আমরা রায়ে খুশি তবে সকলের ফাঁসির আদেশ হলে আমরা আরো খুশি হতাম। ফাইয়াজ বলেন, আমরা বাকী ৫জনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। এসময় তাদের পাশে ছিল আবরারের কাকা,মামা, চাচী, মামী, খালতো ভাই সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply