কক্সবাজার প্রতিনিধি:
০৮/১২/২১
বাংলাদেশের একমাত্র পহাড়ী দ্বীপ কক্সবাজার জেলার মহেশখালীর ক্রাইমজোন হিসেবে পরিচিত কালামারছড়ার গহীন পাহাড়ে ০৮ ডিসেম্বর ভোররাতে কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এম,জাহিদুল ইসলামের নেতৃত্বে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল,সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ফকিরজুমপাড়ার ভান্ডারজিরী নামক পাহাড়ে অভিযান চালিয়ে কালামারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাসের ছোট ভাই,বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের মহেশখালী উপজেলার শাখার সভাপতি আলোচিত রুহুল কাদের হত্যার সাথে জড়িত অস্ত্র তৈরির কারিগর শফিউল আলম প্রকাশ টুইন্ন্যা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে অস্ত্র তৈরির কারিগর শফিউল আলম প্রকাশ টুইন্ন্যার স্বীকারোক্তি
মতে তার বাড়ি থেকে চারটি দেশে
তৈরি বন্দুক,দুটি বন্দুকের গুলি এবং তিনটি রাইফেলের গুলি ও চারটি ক্রিস উদ্ধার করেছে মহেশখালী থানার পুলিশ।
অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশসুপার মহেশখালী-কুতুবদিয়ার (সার্কেল)এম জাহিদুল ইসলাম জানান-
গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ইউনিয়নের ফকিরজুমপাড়ার ভান্ডারজিরী নামক পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করি । পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়-কালামারছড়া ইউনিয়নের আলোচিত রুহুল কাদের হত্যার সাথে জড়িত অস্ত্র তৈরির কারিগর শফিউল আলম প্রকাশ টুইন্ন্যা’ দীর্ঘ
দিন ধরে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসছিল।
তার গ্রেপ্তারের সংবাদ এলাকায় প্রকাশ পেলে সাধারণ জনগণ স্বস্তির নিশ্বাস পেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ আব্দুল হাই সত্যতা নিশ্চিত করে বলেন-
আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।