অনলাইন ডেস্ক:
‘লুঙ্গি পরে খালি পায়ে স্কুলে যেতাম। স্কুলের অবস্থা জরাজীর্ণ ছিল, চেয়ার-টেবিল ছিল না। চারদিকে অথৈ পানি, নৌকা না পেলে কাপড় ভিজিয়ে স্কুলে যেতাম।’
কথাগুলো বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল শুক্রবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খানকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরো বলেন, ‘এখন অবস্থার পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে চমৎকার দালানে লেখাপড়া করে। যোগাযোগের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এসব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’