কক্সবাজার, উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীতে “১৮ বছরের আগে নারী ও ২১ বছরের আগে পুরুষের বিয়ে নয়” এ শ্লোগান কে সামনে রেখে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতাবৃদ্ধিমুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর দুপুর ২ টারদিকে বালুখালীর পানবাজারস্থ ডিজিটাল ল্যাব অফিস কক্ষে উয়িন্ড সোয়েপ্ট সংসদ বালুখালী শাখার সভাপতি মো.ইমরুল আল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউপির মহিলা মেম্বার পারভিন আকতার মুন্নী।প্রধান আলোচক ছিলেন পালস কক্সবাজার’র মনিটরিং অফিসার শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পালংখালী ইউপির সদস্য নুরুল আবসার চৌধুরী,সাবেক মেম্বার আবদুর রহিম রাজা,উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম আজাদ,ডিজিটাল ল্যাব’র ব্যবস্থাপনা পরিচালক মো.হেলাল মিয়া,নুরজাহান এন্টারপ্রাইজ’র পরিচালক রুহুল আমিন সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে গ্রাম গন্জে কাজ করে এগিয়ে আসার আহবান জানান।
এসময় উয়িন্ড সোয়েপ্ট সংসদের পক্ষে নুরুল আবসার সহ সদস্যরা উপস্থিত ছিলেন।