মহেশখালী, কক্সবাজার প্রতিনিধি:
সারাদেশে আলোচিত মহেশখালী উপজেলার , বড় মহেশখালী ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রতীকের আশায় দৌড়ঝাপ শুরু করেছেন ডজনখানেক প্রার্থী।
বহুল আলোচিত ইউনিয়ন পরিষদ বড় মহেশখালী ইউনিয়ন পরিষদে নির্বাচনী হাওয়া লেগেছে, দলীয় মনোনয়নের অপেক্ষায় লবিং চালিয়ে যাচ্ছে ডজনখানেক দলীয় নেতারা। পাশাপাশি ভোটারদের সাথে কুশল বিনিময়ে চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা । বড় মহেশখালী ইউনিয়ন ঘুরে দেখা যায়, চায়ের দোকান থেকে শুরু করে সবখানে নির্বাচনী আলোচনা। সবাই পছন্দের প্রার্থীর পক্ষে গুন গান গেয়ে যাচ্ছেন। সূত্রে জানা যায় মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা কক্সবাজার জেলা পরিষদ সদস্য, মহেশখালী উপজেলা আ’লীগের সভাপতি, বড় মহেশখালী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর সুযোগ্য সন্তান ,মহেশখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার চৌধুরী। অন্যদিকে বিশাল ভোট ব্যাংক হাতে থাকায় দলীয় মনোনয়নের জন্য লবিং চালিয়ে যাচ্ছেন, বর্তমান মহেশখালী উপজেলা চেয়ারম্যান ,বড় মহেশখালী ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশার সুযোগ্য সন্তান সাবেক জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নিশান। দলীয় মনোনয়নের আশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে খ্যাত সাবেক মহেশখালী উপজেলা ছাত্রলীগের তিন বারের সভাপতি সাবেক মহেশখালী উপজেলা যুবলীগের সভাপতি, বর্তমান মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ তালুকদার। অন্যদিকে দলীয় মনোনয়নের আশাবাদী বলে জানিয়েছেন বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে বড় মহেশখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহর সুযোগ্য সন্তান সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সায়েম, সাথে মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের ছোট ভাই মোঃ শাকিল মনোনয়ন চাইবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলার সাবেক সভাপতি বর্তমান কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার ভাই বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মারিফুল হক। উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহসানুল করিম। উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শরিফ উদ্দিন টিপু দলীয় মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে বহুল আলোচিত অত্র ইউনিয়নটি শাসন করে যাচ্ছে তিনটি পরিবার সাবেক সাংসদ আলমগীর মাহমুদ, মাহফুজুল্লাহ ফরিদ ও বর্তমান সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের পরিবার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর পরিবার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশার পরিবার। বড় মহেশখালী ইউনিয়নবাসির ধারণা বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এনায়েতুল্লাহ বাবুলের বিরুদ্ধে নির্বাচন করতে হলে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর পরিবার অথবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশার পরিবার থেকে করতে হবে,না হয় নির্বাচন জমে উঠবে না।