Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কর্মব্যস্ত জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ

বরগুনা প্রতিনিধিঃ
২২ দিনের অবরোধ শেষে ফের কর্মব্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা বরগুনার জেলেরা। তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ। বিষখালী, বুড়ীশ্বর,(পায়রা) বলেশ্বরসহ আশে-পাশের নদী ও সাগরে চলছে ইলিশ শিকারের ধুম। বাজার গুলোতে ইলিশের চাহিদাও রয়েছে প্রচুর। তবে চাহিদা থাকলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ এমনটি জানান ক্রেতারা।
এর পূর্বে মা ইলিশ রক্ষায় (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ ছিল। তিন সপ্তাহের বেশি সময় কর্মহীন ছিল জেলেরা। এ জেলার কর্মহীন ৩৭ শ ৭৪ জন জেলে পরিবারকে ২০ কেজি হারে চাল বরাদ্দ দেয় সরকার। ২২ দিন ইলিশ মাছ ধরা, আহরণ, পরিবহন, মজুদ, বিক্রীর উপর সকল ধরনের নিষেধাজ্ঞা ছিল।
জেলা মৎস্য বিভাগের দাবী জেলে সংগঠন, মৎস্যজীবী, আড়ৎদার, সহ ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক সভা করায় এ ২২ দিনের অবরোধ সম্পূর্ণ ভাবে সফল হয়েছে ।
আবুল কালাম মাঝী প্রতিবেদককে জানান, জালে ভালই মাছ ধরা পড়ছে। আমারা খুশি। দামও পাচ্ছি ভাল। কিন্তু বড় ইলিশের তুলনায় ছোট ইলিশ ধরা পড়ছে বেশি।
বরগুনা মাছ বাজারের খাজার দোয়া মৎস্য আড়তের মালিক দেলোয়ার হোসেন জানান, ইলিশ সহ সব ধরণের মাছে দাম আগে তুলনায় বেড়েছে। যে পরিমাণ ইলিশ বাজারে আসছে তা পর্যাপ্ত নয়। হয়তবা সামনের জোবায় ইলিশের পরিমাণ বাজারে বেশি আসলে দাম কিছুটা কমবে।

About Syed Enamul Huq

Leave a Reply