Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তুমি রবে নিরবে…………………………………. শোকাবহ অক্টোবর

তুমি রবে নিরবে…………………………………. শোকাবহ অক্টোবর

স্টাফ রিপোর্টার:
সৈয়দ এনামুল হক এর প্রথম মৃত্যু বার্ষিকী গতকাল পালিত হয়। আজ শোকাবহ অক্টোবর মাসের ২৯তম দিন। তিনি বিগত ২৭ অক্টোবর ২০২০খ্রিঃ মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা হতে প্রকাশিত দুটি জাতীয় দৈনিক, দৈনিক সকালবেলা ও The Daily Morning Times এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি বাংলাদেশ এর সংবাদপত্র মালিকদের সর্ববৃহৎ সংগঠন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র মহাসচিব ছিলেন। তিনি বাংলাদেশ বেতার, ঢাকা এর ইংরেজি সংবাদ পাঠক ছিলেন। তিনি ৯০’এর দশকের গোড়ার দিকে লন্ডনে বিবিসি বাংলা বিভাগে কাজ করে ছিলেন। তিনি দেশের স্বনামধন্য শীর্ষ স্থানীয় সংবাদপত্র দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক গণকন্ঠ ও জনকন্ঠ, বাংলাদেশ অবজারভার এ কাজ করেছেন লায়ন এ্যাডভোকেট সৈয়দ এনামুল হক। তাঁকে আজ বিনম্র শ্রদ্বাভরে স্মরণ করছি।
২০২০ সালের ২৮ অক্টোবর তাঁকে শেষ বিদায় জানানোর পর মিরপুরস্থ জান্নাতুল মাওয়া কবরস্থানে চিরশায়িত করা হয়েছে। উল্লেখ্য যে, গত ২৭ অক্টোবর ২০২১ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরবাসীদের জন্য দুপুর সাড়ে এগারোটায় কবর জিয়ারত করা হয়। তখন হুজুর বলেন, যিনি মারা গেছেন, তাঁর সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরেও মৃত ব্যক্তির তিনটি সওয়াব জারি থাকে। যেমন- ১. নেককার সন্তান ২. (ছদকায়ে জারিয়া) মসজিদ- মাদ্রাসা এবং এতিমখানা, রাস্তা-ঘাট নিমাণ ৩. (এলেম বা জ্ঞান দান) সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকেন। যা দ্বারা মানুষ তাঁর মৃত্যুর পরও উপকার পাইতে থাকে। দোয়ার জন্য আপনজনদের দিকে তাকিয়ে থাকেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। মোনাজাতের সময় পরিবারের লোকজনসহ দৈনিক সকালবেলা’র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে বিশেষ সূরাগুলোর আয়াত পাঠ করে কবরস্থানে দোয়া করেন। হুজুর আরো বলেন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম। তিনি সবসময় মসজিদ কমিটির সভায় ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলতেন। ন্যায়ের পথে চলতেন। তাঁর দেয়া সিদ্ধান্ত অনেক সুবিধাবাদির মেনে নিতে অসুবিধা হত। তিনি তার সিদ্ধান্তে অটল থাকতেন। কখনো অন্যায়ের পক্ষে আপোস করেননি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

About Syed Enamul Huq

Leave a Reply