Thursday , 3 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী মুকুলের প্রধান সহযোগী গ্রেফতার

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী মুকুলের প্রধান সহযোগী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি :
র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
পলাতক  আসামী শীর্ষ সন্ত্রাসী গণমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম ওরফে মুকুলের সেকেন্ড ইন কমান্ড একাধিক হত্যা মামলার আসামী সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু (৪২) কে ঢাকা মেট্রোপলিটন এলাকার আদাবর রিং রোড হতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সন্ত্রাসীকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সন্ত্রাসী মুকুল তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য আসামী তারা বাবুর মাধ্যমে বিভিন্ন উঠতি বয়সী যুবক ও সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করে থাকে। জিজ্ঞাসাবাদে তার নিয়ন্ত্রনে থাকা গোপন স্থানে রক্ষিত শীর্ষ সন্ত্রাসী মুকুলের অস্ত্রের ভান্ডারের কথা স্বীকার করে। এরপর গ্রেফতারকৃত  সন্ত্রাসী সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবুর নিয়ন্ত্রনে থাকা পলাতক শীর্ষ সন্ত্রাসী মুকুলের  অস্ত্র ভান্ডারের খোঁজে ও তার সহযোগী পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে
সন্ত্রাসী সৈয়দ নুরে আলম ওরফে তারা বাবু কে নিয়ে কুষ্টিয়া জেলার সদর থানাধীন থানা পাড়া এলাকায় তার  নিজ বাসভবন অভিযান পরিচালনা করে ১(এক) টি এসএমসি, ১টি একনলা বন্দুক,
১ (এক) টি ৭.৬৫ মি.মি পিস্তল, ১ (এক) টি রিভলভার ও ১৮(আঠারো) রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply