আজ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে তার জন্ম হয়েছিল। ৩২ নম্বর বাড়িটি রাসেলের স্মৃতির বাড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘People and Democracy’ নামে একটি বই লিখেছেন। বইটি তিনি উৎসর্গ করেছেন শেখ রাসেলকে। উৎসর্গে লেখা আছে, ‘In front memory of my youngest brother Sheikh Rusel, he was a rarity of a flower plucked in the cruelty of evil. A child whose future was sensed out in a present narrated by the sinister darkness of conspiracy’
আমাদের মাঝে আজ রাসেল নেই, এটি একটি নির্মম সত্য। রাসেলের জন্মদিনে আমরা ঘৃণা করি সেইসব সামরিক কুলাঙ্গারদের, যারা তাকে মায়ের কাছে নিয়ে যাবে বলে দোতলায় নিয়ে গুলি করে হত্যা করেছিলো। যতদিন বাংলাদেশ থাকবে–ততদিন ইতিহাস হয়ে থাকবেন শহীদ শেখ রাসেল।