Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শোকাবহ অক্টোবর

শোকাবহ অক্টোবর

আজ ১৮ অক্টোবর ২০২১ তারিখ- জাতীয় দৈনিক সকালবেলা এবং The Daily Morning Times এই দুইটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের ১ম মৃত্যুবার্ষিকীর মাস শোকাবহ অক্টোবরের ১৮তম দিন। তিনি বিগত ২৭ অক্টোবর ২০২০ তারিখে ইন্তেকাল করেছেন।
দৈনিক সকালবেলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হক গত বছর এইদিনে দীর্ঘ ১৯ দিন ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। প্রতিদিন ম্যাডাম সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতালে থাকতেন। মাঝে মধ্যে (আইসিইউ) গিয়ে স্যারের সাথে দেখা করতেন। তখন স্যার বারবার বলতেন আমি সুস্থ্য আছি, আমাকে কেবিনে নিয়ে যাও, সবার সাথে থাকলে আমি ভাল থাকবো। ম্যাডাম সব সময় সাহস যুগিয়েছেন, স্যারকে বলতেন, ডাক্তার বলেছেন, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে বাসায় যেতে পারবে। তিনি দেশী ফল খেতে খুব পছন্দ করতেন। স্যার নিজের হাতে ছাদে বিভিন্ন ফলের গাছ লাগিয়েছিলেন। এর মধ্যে পেঁপে গাছের অনেকগুলোর মধ্যে একটি গাছে পাঁকা পেঁপে ছিল। ম্যাডাম সেই ফলটিকে যত্ন করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ডাক্তারের অনুমতি নিয়ে ফলটিকে নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন। খুব মজা করে খেয়েছিলেন এবং বলেছিলেন খুব মিষ্টি ছিল পেঁপেটা। তখন ম্যাডাম বলেছিলেন এটা তোমার লাগানো গাছেরই পেঁপে। ম্যাডাম সব সময় স্যারের আইসিইউ’র আশে-পাশেই থাকতেন। ডাক্তারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। শুধু নামাজের সময় একটু দুরে গিয়ে নামাজ আদায় শেষে দ্রুত কেবিনের সামনে বসে তাসবিহ পড়ে সব সময় দোয়া করতেন। আর কোনদিন তাঁর বাসায় ফেরা হলো না। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্পাক তাঁকে বেহেস্ত নসীব করুন-আমিন। —–চলবে।

About Syed Enamul Huq

Leave a Reply