অনলাইন ডেস্ক:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম সুস্থ আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দীর্ঘ ২৭ দিন চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি। কভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় ১০ অক্টোবর বাসায় ফিরেন তিনি।
জানা গেছে, বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। চিকিৎসকের পরামর্শে আরো বেশ কিছুদিন বিশ্রামে থাকবেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ জানান, গত ১৪ সেপ্টেম্বর পেটে ব্যথা শুরু হলে কাদের সিদ্দিকীকে অধ্যাপক এম এস আরাফাতের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পড়ে। এ ছাড়া কভিড টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। সেখানে দীর্ঘ ২৭ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।