Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মিরপুর বিআরটিএ কার্যালয়ে শুরু হল স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণ কার্যক্রম

মিরপুর বিআরটিএ কার্যালয়ে শুরু হল স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণ কার্যক্রম

স্টাফ রিপোর্টার:

মিরপুর বিআরটিএ অফিসে এখন চলছে উৎসবের আমেজ। সকাল ৯ টার আগে থেকেই গোটা বিআরটিএ চত্বর লোকে লোকারণ্য। সরেজমিনে দেখা যায়, লম্বা বিরতির পর গতকাল ১১অক্টোবর সোমবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আবারও শুরু করেছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণ কার্যক্রম । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেছেন, এ কর্মসূচিতে প্রথমে আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স বিতরণ কার্যক্রম চুড়ান্ত করা হয়েছে। তবে সকলের হাতে লাইসেন্স পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হয়তোবা আমাদের কয়েকদিন বা কিছু সময় লাগতে পারে। বিআরটিএর সড়ক নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর অধীনে পরিচালিত মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লাইসেন্স ছাপানোর কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে। আটকে থাকা এই ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ শেষ করতে প্রতিষ্ঠানটির পাঁচ- ছয় মাস সময় লাগবে। সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম দৈনিক “সকালবেলা “কে বলেন লাইসেন্স ছাপা হলে আবেদনকারী চালককে এসএমএস বা মোবাইল বার্তার মাধ্যমে পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেয়া হবে এবং কবে, কখন তিনি স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করতে পারবেন সে সম্পর্কেও স্পষ্ট নির্দেশনা থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তা আরও বলেন, প্রিন্ট হওয়া লাইসেন্স কার্ড প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা কার্যালয়েও পাঠিয়ে দেওয়া হবে। গ্রাহকবৃন্দ যে অফিসে লাইসেন্সের জন্য আবেদন করেছেন তিনি ঠিক সেই অফিস থেকেই লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রায় দুই বছর ধরে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স সরবরাহ সাময়িকভাবে বন্ধ ছিলো। আবার কর্মচাঞ্চল্যতায় মুখরিত হলো মিরপুর-১৩ এর বিআরটিএ মেট্রো সার্কেল ১ এর কার্যালয়।

About Syed Enamul Huq

Leave a Reply