পঞ্চগড় প্রতিনিধিঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ (বোদা- দেবীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, আকুন্ঠ বিপ্লব পিয়াসী বীরমুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে শনিবার ৯ অক্টোবর বোদা উপজেলার বলরামহাটে অবস্থিত কমরেড মোহাম্মদফরহাদ কমিউনিটি হাসপাতালে স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে ন্যাপ-ছাত্রইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা মুক্তিযোদ্ধার সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার, সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা ও রংপুর জেলা কমিটির সভাপতি কমরেড শাহাদত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম। এ সময় বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, নীলফামারী কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আতিয়ার রহমান, ন্যাপ-ছাত্রইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম মন্টু, কাজী মাহাবুবুর রহমান, আব্দুল আজিদ, এম এ হান্নান প্রমুখ। আলোচনা শেষে পঞ্চগড় জেলার ন্যাপ-ছাত্রইউনিয়ন-কমিউনিস্ট পার্টির ৫০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।