মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরের গোমড়া গ্রামে করোনা টিকার কোনও ডোজ না নিয়েও টিকা গ্রহণের ভ্যাকসিন সনদ পেয়েছেন জায়দা খাতুন। অনলাইনে রেজিস্ট্রেশনের পর প্রথম ডোজ টিকা দেয়ার জন্য কোন ম্যাসেজ না আসলেও মোবাইল ফোনে আসে দ্বিতীয় ডোজের ম্যাসেজ। শারীরিক অবস্থা খারাপ থাকায় ডাক্তারের পরামর্শে তিনি টিকা গ্রহণ করেননি। গত ২৯ সেপ্টেম্বর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। অপরদিকে একই পরিবারের অন্য সদস্যের টিকা না দেয়ার পরও অনলাইন থেকে একসাথে দুজনের ভ্যাকসিন সনদও ডাউনলোড করেছেন তাদের ছেলে মোঃ আজমল হোসেন।
মোঃ আজমল হোসেন জানান, গত পহেলা আগস্ট আমার আম্মার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করি। পরবর্তীতে উনার ডাক্তারের সাথে পরামর্শ করলে ডাক্তার ভ্যাকসিন না দেওয়ার জন্য বলেন। এমনকি ১ম ডোজ ভ্যাকসিন প্রদানের জন্য কোন মেসেজও আসেনি। কিন্তু গত ১৮ সেপ্টেম্বর ২য় ডোজ প্রদানের একটি মেসেজ আসে। আমার মাতা ২৯ সেপ্টেম্বর ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন এবং আমার বাবাও কোন টিকা নেননি। গত ৫ অক্টোবর আমার মোবাইল ফোনে বাবা এবং মায়ের টিকা সনদ সংগ্রহ করার জন্য দুটি মেসেজ আসলে লগইনকরে সনদ ডাউনলোড করি। অথচ তারা দুজনেই টিকা নেননি।