নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জেলা পর্যায়ে আবারো
৮ম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন,এজন্য পেয়েছেন সম্মাননা স্মারক।গেল সেপ্টেম্বর মাসের প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে সার্বিক কর্ম বিবেচনায় এ সম্মাননা স্মারকে ভূষিত হলেন তিনি।
৬ অক্টোবর(বুধবার) সকাল সাড়ে ১১টায় বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি
থানার পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে (৮ম বার) মনোনীত হন।কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম এর হাত থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
এক প্রতিক্রিয়ায় ওসি আলমগীর হোসেন বলেন,আমি আমার দায়িত্ব পালনে শতভাগ স্বচ্ছ ছিলাম,আছি এবং থাকবো।নাইক্ষ্যংছড়ি সীমান্ত ইয়াবা,মাদক,চোরাচালান মুক্ত করণে আমার বলিষ্ট ভূমিকা চলমান রয়েছে।পাশাপাশি অপরাধ নির্মূল এবং অপরাধী দমনে আমার কাছে ছাড় নেই।আর নিরীহ মানুষ আমার দায়িত্বকালীন সময়ে হয়রানীর শিকার হয়নি,হবেওনা।এ ক্ষেত্রে আমি নাইক্ষ্যংছড়ি উপজেলার সকলের সহযোগিতা কামনা করেন।