অনলাইন ডেস্ক:
পদ্মা সেতু পুনর্বাসন প্রকল্পের ক্ষতিগ্রস্ত সদস্যরা প্লট পেলেও এত দিন দলিল পাননি। ক্ষতিগ্রস্ত দুই হাজার ৯৬৫ পরিবারকে আজ রবিবার দলিল দেওয়া হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লট মালিকদের দলিল হস্তান্তর করবেন। সকাল ১১টায় মাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে আনুষ্ঠানিকভাবে এসব দলিল হস্তান্তর করা হবে। প্লট বরাদ্দ পাওয়ার পর বাড়িঘর নির্মাণ করে পরিবারগুলো সেখানে বসবাস শুরু করলেও আগে দলিল বুঝে পাননি।
পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা যায়, পদ্মা সেতু নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ২০ হাজার ৭৫৫টি। ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোকে পুনর্বাসনের পাশাপাশি তাদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।
পুনর্বাসন কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ১৬৫.৬২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর উভয় পারের তিন জেলায় সাতটি পুনর্বাসন এলাকা তৈরি করা হয়েছে।