অনলাইন ডেস্ক:
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় স্বাস্থ্য বিষয়ক ও শারীরিক দূরত্ব বিধি না মানলে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক টুইট বার্তায় জানানো হয়, সামাজিক দূরত্ব এবং জনবহুল জায়গায় প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপার মতো বিধি-নিষেধ না মানলে সেটি করোনাভাইরাস মহামারি ঠেকাতে সৌদি সরকারের নির্দেশিত বিধিনিষেধ লঙ্ঘনের মধ্যে পড়বে।
জানা গেছে, যারা প্রথমবার এই নিয়ম ভাঙবে, এক হাজার রিয়াল জরিমানা করা হতে পারে তাদের। পরে একই অপরাধে জরিমানা দ্বিগুণ করা যাবে। এমনকি সর্বোচ্চ ১০ হাজার রিয়াল জরিমানা করা যাবে।
সূত্র: আল-আরাবিয়্যাহ।