Tuesday , 8 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজধানীতে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২
--প্রতীকী ছবি

রাজধানীতে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক:

বিজ্ঞাপনের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর ভাটারায় আস্থা গেটওয়ে লিমিটেড নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ অভিযানের তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আস্থা গেটওয়ের চেয়ারম্যান মো. আল আমিন (৪৮) এবং এমডি হারুনর রশীদ বাদল (৪৩)।

ইমাম হোসেন জানান, ভুয়া কম্পানি খুলে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন ওই দুজন। চাকরির বিজ্ঞাপন দেখে আগ্রহীরা যোগাযোগ করলে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন গ্রেপ্তার ব্যক্তিরা। তাঁদের কাছ থেকে ইমেক্স ম্যানপাওয়ার রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ২৪টি ভুয়া নিয়োগপত্র, চাকরিপ্রার্থীদের আবেদন ফরম, চাকরিপ্রার্থীদের নিবন্ধন ফরম, জীবনবৃত্তান্ত, ভিজিটিং কার্ডসহ আরো মালপত্র উদ্ধার করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply