Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আবারও বাড়ানো হয়েছে এইচএসসির ফরম পূরণের সময়

আবারও বাড়ানো হয়েছে এইচএসসির ফরম পূরণের সময়

অনলাইন ডেস্ক:

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ফরম পূরণ চলবে ২২ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর করা হয়েছে। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।

এর আগে গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। তখন ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণ সময়ের নির্ধারণ করা হয়। পরবর্তীতে তা বাড়িয়ে ৩০ আগস্ট পর্যন্ত করা হয়। এরপর আরও একধাপ বাড়িয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। সর্বশেষ আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply