জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয় পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গ্যাসে চালিত সিএনজিতে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় গ্যাসে চালিত সিএনজির আরও ২জন যাত্রী আহত হয়েছেন। একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালশহর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়া (৬০), তার ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)।
দুইভাই ঘটনাস্থলে মারা গেলেও সাদেক মিয়া ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার ভোরে একটি সিএনজি তালশহরের ভেতর দিয়ে জেলা শহর থেকে আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন সিএনজিকে ধাক্কা দেয়। এ সময় সিএনজিতে থাকা দুই ভাই মারা যায়। তাদের বাবা সাদেক মিয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আহত আরও ২জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।