নোয়াখালী থেকে আব্দুল বাসেদ : ভিক্ষা নয়, কর্মই জীবন” এই প্রকল্পে নোয়াখালীর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে সদর উপজেলায় কাদিরহানিফ ইউনিয়নে সাগর নামে এক প্রতিবন্ধীকে মুদি দোকান দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান । প্রকল্পে এ পর্যন্ত ৬৯ জন অসহায় দুস্থ প্রতিবন্ধী ও ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহায়তাপ্রাপ্ত যারা ব্যবসা করবে পরবর্তীতে জেলা প্রশাসন তাদের বিভিন্নভাবে সহায়তা করবে। কিন্তু আবার ভিক্ষাবৃত্তিতে নামলে কোনো ধরনের সহায়তা করা হবে না। ভিক্ষুকমুক্ত দেশ গড়ার প্রয়াসে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা, সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা, কাদির হানিফ ইউপি চেয়ারম্যান আবব্দুর রহিম চৌধুরী,।