অনলাইন ডেস্ক:
হিজাব না পরা নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তালেবানের একজন নেতা। জি-নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, হিজাব না পরা নারীদের ‘কাটা তরমুজ’-এর মতো দেখা যায় বলে মন্তব্য করেছেন তালেবান নেতা। এক ভিডিওতে তাকে এসব কথা বলতে দেখা গেছে। তালেবান নেতার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সচেতন নাগরিকরা।
তালেবানের ওই নেতা আরো বলেন, আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই পুরোটাই কেনেন। হিজাব না পরা নারীরা হলো ‘কাটা তরমুজ’।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার। টুইটারে ভিডিওটি আপলোডের পর বহু মানুষ ভিডিওটি দেখেছেন। এখন পর্যন্ত শেয়ারও হয়েছে অনেক।
সূত্র : জি-নিউজ।