Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে তিন বেকারির মালিককে জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর অভিযোগে তিন বেকারির মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আড়াইটার দিকে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট অরবিন্দ বিশ্বাস এ অভিযান পরিচালনা করে জরিমানা করেন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর অভিযোগে ভোক্তা অধিকার আইনে আনন্দ বেকারীকে ২৫ হাজার টাকা, নন্দন বেকারীকে ৩০ হাজার টাকা ও রাসেল বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও স্কোয়ার্ড কমান্ডার মোহাম্মদ আলী আক্কাছের নির্দেশনায় র‌্যাব ক্যাম্পের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের ব্যাপারে জানতে যোগাযোগ করলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট অরবিন্দ বিশ্বাস জানান, সবগুলো প্রতিষ্ঠানেই নোংরা পরিবেশ ও গার্মেন্টস ফ্যাক্টিরির রং, নিন্ম মানের তৈল ব্যবহার করে খাদ্য দ্রব্য উৎপাদন করা হচ্ছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply