Wednesday , 27 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উখিয়ায় ১২ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু আটক, ট্রানজিট ক্যাম্পে প্রেরণ

উখিয়ায় ১২ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু আটক, ট্রানজিট ক্যাম্পে প্রেরণ

 উখিয়া,কক্সবাজার, প্রতিনিধি;

কক্সবাজার,চট্টগ্রাম ও সেন্টমার্টিন হতে নতুন করে ক্যাম্পে আশ্রয় নেয়া ১২ রোহিঙ্গাকে আটক করে  ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সুত্র জানায়,৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে উখিয়ার মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাভুক্ত ক্যাম্প নং-৪’র ব্লক নং-সি-২৩,২৫,এফসিএন নং-২৪৯৭১০ ও ব্লক নং- ই-১৫, এফসিএন নং-১৯৫৬৫৫’র আটকদের বোন-খালা নানীর বসত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।উক্ত বস্তিঘর গুলোতে আলাদা ভাবে লুকিয়ে থাকা ১২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার পূর্বক আটক করে।

এরা হলো, মনোয়ারা (৩৫),পিতা-মৃত বশির আহমেদ
,স্বামী-মৃত হাসান জোহার,সে মিয়ানমারের মংডুর বুচিদং থানার বাসিন্দা।তাহার ছেলে ইসমাইল(১১) নামের এক ছেলে রয়েছে।মনোয়ারা ১৫ বছর পূর্বে মিয়ানমার হতে পালিয়ে এসে কক্সবাজারের পাহাড়তলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।পারভিন(২৩), স্বামী আমিরুল ইসলাম। তার মা,বোন-ভাই সহ ৯ জন ২০১০ মিয়ানমার থেকে পালিয়ে চট্টগ্রামের রাউজানে বসবাস করে আসছিল।সৈয়দুল আমিন (২১ মিয়ানমারের মংডুর শিকদার পাড়ার বাসিন্দা জাফর আহমদের ছেলে। সে সেন্টমার্টিনে ৪ মাস কাজ করে ক্যাম্প-৪’র ব্লক-ই-১৫ এর খালা মুবিনার বস্তিঘরে আশ্রয় নিয়েছিল।

আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্প-৪ এর ইনচার্জ বরাবর হাজিরা করা হলে, ক্যাম্প ইনচার্জের নির্দেশনায় আপাতত ঘুমধুমস্থ ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয়েছে,এমনটাই নিশ্চিত করেছেন কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন)অধিনায়ক (এসপি)মোঃ নাইম উল হক।

About Syed Enamul Huq

Leave a Reply