Wednesday , 27 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ফের লইস্কা বিলে ১০ জন যাত্রী নিয়ে নৌ-চলাচল শুরু

ফের লইস্কা বিলে ১০ জন যাত্রী নিয়ে নৌ-চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পত্তনে লইস্কা বিলে ফের নৌকা চলাচল শুরু হয়েছে। তবে এসব নৌকায় ১০ জনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ করেছে বিজয়নগর উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, গত ২৭ আগস্ট লইস্কা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে নৌকা চলাচল বন্ধ ছিল। পরে চম্পকনগর ঘাট থেকে এক কিলোমিটার দূরে টানমনিপুর স্কুলের সামনে একটি অস্থায়ী ঘাটে পুনরায় নৌকা চলাচল কার্যক্রম শুরু হয়।
স্থানীয় কিছু মাঝির সাথে কথা বলে জানা যায়, আপাতত ছোট ছোট নৌকা দিয়ে যাত্রী পারাপার করছি। তবে নৌকায় ১০ জনের বেশি যাত্রী নিচ্ছি না। উপজেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক কোন নৌকায় ১০ জনের বেশী যাত্রী নিচ্ছি না।
এদিকে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আফসার সায়মা জানান, চম্পকনগর নৌকাঘাট থেকে নৌ চলাচল বন্ধ রয়েছে। কিন্তু অন্য কোনো ঘাট থেকে নৌকা চলাচলের ব্যাপারে নিষেধ দেওয়া হয়নি। প্রতি নৌকায় ১০ জন যাত্রী পরিবহনে নির্দেশনা নতুন না, এ নিয়ম আগের বহাল ছিল।

About Syed Enamul Huq

Leave a Reply