উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-র ঘুমধুম বিওপির হাতে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা সহ এক পাচারকারী আটক হয়েছে।এসময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত একটি সিএনজি জব্দ করেছে।
২৮ আগস্ট ভোর সকাল ৫ টার দিকে বাংলাদেশ
– মিয়ানমার মৈত্রী সড়কের প্রবেশমুখে এ অভিযান পরিচালনা করে ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপির একটি অভিযানিক দল।
বিজিবি সুত্র জানায়,মিয়ানমার থেকে ঘুমধুমের নয়া পাড়া হয়ে একটি ইয়াবার চালান আসার গোপন সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা ফাঁদ পেতে থেকে কাস্টমস মোড় এলাকা থেকে কুতুপালং গামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামায়।চালকের স্বীকারোক্তিমতে সিএনজি গাড়ীর ভিতর অভিনব কায়দায় লুকায়িত ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।
এসময় পাচারকারী ও সিএনজি চালক সাঈদী আলম(৪৫) কে আটক করা হয়।সে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার মৃত ওয়ারেত আলীর ছেলে।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আহমেদ।