ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকা ও বালুবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহতদের লাশ ঘটনাস্থল থেকে একের পর এক ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসছেন উদ্ধারকারীরা।
আহত ও নিহতের স্বজনদের খোঁজে ভিড় করছে হাসপাতালেও। এর মধ্যে ২১ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। আহত একজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নৌকার আরও ৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উদ্ধারকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থেকে নিখোঁজ যাত্রীদের উদ্ধার চেষ্টা করে যাচ্ছে।
এ ঘটনায় নিহতদের পরিবারে আবেদনের পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ১৯টি মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। বাকি দুইজনের লাশ ঘটনাস্থল থেকে পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছে।
ইতিমধ্যে লাশ দাফনকাফনের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে৷
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার মো. আবু সাঈদ শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করেছি। নিহতদের মরদেহ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সারারাত ব্যাপী উদ্ধার কাজ অব্যাহত থাকবে। এই ঘটনায় ঘাতক ট্রলারটিও আটক করা হয়েছে।