রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি-২০২১ উদ্বোধন করেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া জগলুল সাদত, প্রশাসক কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েট অফিসার সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ প্রমুখ।
সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে রুয়েট ক্যাম্পাসে ফলজ-বনজ-ঔষধীসহ ১০০০ টি নানান প্রজাতির বৃক্ষরোপন হবে।
উল্লেখ্য, ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের কথা বিবেচনায় নিয়ে রুয়েট ক্যাম্পাসে বিপুল সংখ্যক বৃক্ষরোপন করেছিলেন।