নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতার অভিযোগে ৯ দালালকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে ভাসানচর থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
গ্রেফতার দালালরা হলেন, ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের এম-৮ কক্ষের মোহাম্মদ আলমের ছেলে মো. জুবায়ের (২২), ৬৪ নম্বর ক্লাস্টারের এফ-৬ কক্ষের নুর ইসলামের ছেলে রেদোয়ান (২০), একই ক্লাস্টারের জে-৯ কক্ষের জাকির হেসেনের ছেলে মোহাম্মদ সালাম (৩১), ৭৭ নম্বর ক্লাস্টারের বি-১৪ কক্ষের নূর মোহাম্মদের ছেলে আবদুর রহমান (১৯), ৫১ নম্বর ক্লাস্টারের এম-১৬ কক্ষের রফিক আলমের ছেলে সৈয়দ করিম (১৮), একই ক্লাস্টারের কে-১৬ কক্ষের সৌরভ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), ২৬ নম্বর ক্লাস্টারের ডি-১৩ কক্ষের নূর মোহাম্মদের ছেলে শফি উল্লাহ (২২), ছয় নম্বর ক্লাস্টারের এইচ-৫ কক্ষের আবু বক্করের ছেলে নাজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নম্বর ক্লাস্টারের এল ৭-৮ নম্বর কক্ষের হানিফের ছেলে মোহাম্মদ সালেহ (৪০)।
ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মোট ৯ রোহিঙ্গা দালাল ভাসানচর থানা হাজতে আছে। তাদেরকে দুই মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।