ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সিমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ১৫জন কে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবি সুত্রে জানাগেছে ২০ আগস্ট বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দল উপজেলার একাশিপাড়া কাশেম মিয়ার ইটভাটা নিকট হতে ৫ জনকে আটক করে। আটককৃত হলেন মাদারীপুর জেলার কালকিনী থানার শশিকর গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী মনিকা রায় (৩৫) এবং তার ছেলে সৈকত রায় (১৬), গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া থানার গোপালপুর গ্রামের বুদ্ধিমন্ত মন্ডল এর ছেলে গৌরঙ্গ মন্ডল (২১), সুশান্ত বৈরাগীর ছেলে সৌরভ বৈরাগী (২২) এবং একই থানার ভেন্নাবাড়ী গ্রামের নকুল রায়ের মেয়ে প্রিয়াংগা রায় (১৭)। একই দিনে রাতে যাদবপুর বিওপির টহল দল উপজেলার গোপালপুর গ্রামের মাঠের মধ্যে হতে ৭ জনকে আটক করে। আটককৃতরা হলেন নড়াইল জেলার সদর থানার বাগডাংগা গ্রামের বাকি মোল্লা এর ছেলে মিলন মোল্লা (২৪), তার স্ত্রী বন্যা আক্তার (১৯), একই গ্রামের আলম মোল্লার ছেলে আকাশ মোল্লা (২৬), তার স্ত্রী জেবুন্নেছা খানম (২৪) , ইমারত মোল্লার মেয়ে পান্না খানম (২৫), একই জেলার কালিয়া থানার দাড়িয়াঘাটা গ্রামের লেকবার শেখ এর ছেলে ইছানুর শেখ (২৮) এবং শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার চরধিপুর গ্রামের আলীবক্স সরদার এর ছেলে ফয়সাল সরদার (২৬)। এছাড়াও একই দিন রাতে মাটিলা বিওপির টহল দল উপজেলার জুলুলী বাজার থেকে ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন নড়াইল জেলার সদর থানার বীরগ্রামের সুশান্ত বিশ্বাস এর ছেলে সুজিত বিশ্বাস (৪০), আগদিয়া গ্রামের বিজন অধিকারী এর ছেলে টিংকু অধিকারী (২৩) এবং যশোর জেলার কোতয়ালী থানার বাগডাংগা গ্রামের মৃত বিভাশ বিশ্বাস এর ছেলে বিন্দাবন বিশ্বাস (২৫)। ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান আটককৃতদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ ও বালাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।