সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিগত বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু কন্যা, তৎকালিন বিরোধীদলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে ও গ্রেনেড হামলায় শহীদ নেতা-কর্মিদের আত্বার শান্তি কামনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (২১ আগস্ট) বিকেলে এস এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন। জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এস এম আহসান হাবীব এহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্বা আবু ইউসূফ সূর্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসহাক আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামীলীগের যুগ্ন -সাধারন সম্পাদক আব্দুল বারী সেখ, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ৩ এ্যাড: সেলিনা পারভিন পান্না, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড :কায়সার আহমেদ লিটন, জেলা আওয়ামীলীগের নেতা পিয়ার চৌধুরী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আসাদউদ্দিন পবলু, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টিংকু, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জিহাদ আল ইসলাম ও জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ্ বীন আহমেদ। বক্তারা অবিলম্বে গ্রেনেড হত্যায় জড়িতদের সাজা বাস্তবায়নসহ কুশিলবদেও শাস্তির আওতায়ি আনার দাবি জানান। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগসহ এর বিভিন্ন অংগ-সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।