Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মরিচ্যা চেকপোস্টে ৬৪ লাখ টাকার স্বর্ণেরবার সহ আটক-২ সিএনজি জব্দ

মরিচ্যা চেকপোস্টে ৬৪ লাখ টাকার স্বর্ণেরবার সহ আটক-২ সিএনজি জব্দ

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া,কক্সবাজার

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি’র অভিযানে ৬ টি স্বর্ণের বার সহ দু’জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

বিজিবি সুত্র জানায়,১৯ আগস্ট সকাল ১১ টার দিকে টেকনাফ হয়ে ছেড়ে আসা কক্সবাজার গামী একটি সিএনজিতে তল্লাশী পরিচালনা করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।এসময় বহন কাজে ব্যবহ্নত সিএনজি গাড়িটিও জব্দ করা হয়েছে।উদ্ধার করা স্বর্ণের মূল্য ৬০ লাখ,সিএনজি’র মুল্য ৪ লাখ, দুটি মোবাইল ২ হাজার সহ ৬৪ লাখ ২ হাজার টাকার মামলা দেখিয়েছে বিজিবি।মামলায় স্বর্ণের প্রকৃত মালিক টেকনাফ উপজেলার চৌধুরী পাড়ার প্রদুল পালের ছেলে রিপন পাল(৩৩) কে পলাতক আসামী করা হয়েছে বলে জানা গেছে।

ধৃতরা হলেো,ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া এলাকার মোঃ হাছনের ছেলে হালসাং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘোনার পাড়ার মোঃ নুরুল আবছার খোকন(৩২) ও সিএনজি চালক টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার কুতুব উদ্দিনের ছেলে মুহাম্মদ মাইন উদ্দিন(৩৪)।

এঘটনায় রামু থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের রামু থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃইব্রাহীম ফারুক।

About Syed Enamul Huq

Leave a Reply