Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দুই স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মোহনগঞ্জ হাসপাতাল চত্বরে মানবন্ধন

দুই স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মোহনগঞ্জ হাসপাতাল চত্বরে মানবন্ধন

মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা ঃ
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ সামছুল আলম ও ডাঃ জান্নাতুন নেছা চাঁদনীর প্রত্যাহারের দাবিতে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানবন্ধনে বক্তব্য রাখেন ওই ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন রতন, মোহনগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাকিব রহমান বাপ্পী, আতিকুল ইসলাম, ছাত্রলীগের আশিক রহমান ঋতু, নবীন লীগের এস.এম স্বপন রহমান, ভুক্তভোগী ঝুনু গোস্বামী সহ প্রমুখ। এসময় বক্তারা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ সামছুল আলম ও ডাঃ জান্নাতুন নেছা চাঁদনীর যোগসাজশে ঘুষের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট প্রদানের অভিযোগ তুলেন। মানববন্ধনে ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন রতন বলেন, বর্তমান ওই স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ সামছুল আলমের বিরুদ্ধে রোগীদের সাথে বকাঝকা করা, রোগীর স্বজনের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি, গাছ বিক্রির টাকা আত্মসাৎ, অনুমতি ব্যাতি রেখে হাসপাতালে গড় হাজির, হাসপাতালের অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে। মোহনগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাকিব রহমান বাপ্পী বলেন, ১৫ আগস্ট জাতির জনকের ৪৬তম শাহাদাত বার্ষিকীর দিনে কালো ব্যাজ ধারণ না করে ওই স্বাস্থ্য কর্মকর্তা জাতীয় শোক দিবসকে অবমাননা করেছেন। মানবন্ধনে হাসপাতালের নানা অনিয়ম ও চরম অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত উভয়জনের প্রত্যাহার দাবি করেন।

About Syed Enamul Huq

Leave a Reply