Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের তান্ডবে ক্ষতিগ্রস্থ রেলগেইটে ট্রেনের ধাক্কায় মো. শাহবুদ্দিন (৪৫) নামের এক রিক্সাযাত্রী নিহত হয়েছেন।
তবে এ ঘটনায় রিকশা চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এই দুর্ঘটনায় ট্রেনের কোনো ক্ষতি হয়নি।
নিহত শাহবুদ্দিন নাসিরনগরের মুলু মিয়ার ছেলে। সে জেলা শহরের মৌড়াইল খায়ের মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন৷
এদিকে আহত রিকশা চালক শাহজাহান মিয়া (৪৫) মধ্যপাড়া এলাকার মৃত রহিছ মিয়ার ছেলে।
হাসপাতাল ও ঘটনাস্থল সূত্রে জানা যায়, আজ রাত পৌণে নয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা নামের একটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলক্রসিং অতিক্রম করার সময় শহর অভিমুখী একটি রিক্সাকে ধাক্কা দেয়। এতে রিক্সায় থাকা শাহবুদ্দিনসহ রিকশা চালক শাহজাহান আহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগেই শাহবুদ্দিন মারা যায়।
জরুরি বিভাগের চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ শাহবুদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত রিকশা চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শাহবুদ্দিনের মাথায় আঘাতের কারনে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মেহেদী হাসান ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন নোমান জানান, যাত্রাবিরতিহীন সোনার বাংলা ট্রেনের ধাক্কায় রিক্সা যাত্রীর মৃত্যু হয়। কিভাবে কি ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply