Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দক্ষতা উন্নয়ন ও ফিডব্যাক কৌশল বিষয়ে বরগুনায় ওয়াশ উদ্যেক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

দক্ষতা উন্নয়ন ও ফিডব্যাক কৌশল বিষয়ে বরগুনায় ওয়াশ উদ্যেক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

বরগুনা প্রতিনিধি:
বরগুনায় ওয়াশ উদ্যেক্তাদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন ও ফিডব্যাক কৌশল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১৪ আগষ্ট ) শনিবার সকাল ১০টায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) হল রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বরগুনা পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) মো. বাহারুল ইসলাম ও আশা’র সদর শাখা-২ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আলমগীর হোসেন। ওয়াশ উদ্যেক্তাদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন ও ফিডব্যাক কৌশল বিষয় প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. আবদুল কুদ্দুস সরকার। করোনাকালীন সময়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও নিয়মিত হাত ধোয়া এবং করেনার টিকা গ্রহণে উৎসাহ প্রদান করে সামাজিক দূরত্ব বজায় রেখে ওয়াশ উদ্যেক্তাদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন ও ফিডব্যাক কৌশল বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মার্কেট ডেভলপমেন্ট অফিসার সাবিনা ইয়াছমিন তানিয়া , মো.নান্নু মিয়া, বরগুনা ওয়াশ সমবায় সমিতির সভাপতি উদ্যেক্তা হাজ¦ী মো. মনিরুল ইসলাম, বেল্লাল , টিপু ,ক্ষুদ্র পানি ব্যবসায়ী মোছা. মুক্তা বেগম, বরগুনা ওয়াস সমবায় সমিতির কোষাধ্যক্ষ ন্যাপকিন উদ্যেক্তা জান্নাতুল ফেরদৈাসী (রুবি), রাসেল, ওয়াশ সমবায় সমিতির সদস্য স্যানিটারি উদ্যেক্তা শানু হাওলাদার , টিপু ,মো. বাদল ,ক্ষুদ্র ন্যাপকিন ব্যবসায়ী শিউলি রানী প্রমূখ। ওয়াশ উদ্যেক্তাদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন ও ফিডব্যাক কৌশল বিষয় প্রশিক্ষণে এ সময় ওয়াশ উদ্যোক্তাদের ক্রেতাদের সেবা প্রদান , ভাল ব্যবহার , ক্রেতাদের প্রত্যাশা , সু-সম্পর্ক স্থাপনের কৌশলসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এইচ পি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সং¯হা সীমাভীর অর্থায়নে বরগুনা পৌরসভায় ওয়াশ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াশ ব্যবস্থার মানবৃদ্ধি করবে এবং বাংলাদেশ সরকারের স্থায়ীত¦শীল উন্নয়ন অভিষ্ঠ-২০৩০ অর্জনে অবদান রাখবে।

About Syed Enamul Huq

Leave a Reply