অনলাইন ডেস্ক:
নিউ ইয়র্কে প্রথমবারের মতো গভর্নরের দায়িত্ব নিচ্ছেন ৬৩ বছর বয়সী ক্যাথি হোচুল। যৌন হয়রানির অপরাধে অ্যান্ড্রু কুমো পদত্যাগ করার পর ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গভর্নরের দায়িত্ব নিচ্ছেন একজন নারী।
আগামী ২৪ আগস্ট এই দায়িত্ব গ্রহণ করবেন নতুন নারী গভর্নর। ক্যাথি হোচুল অঙ্গরাজ্যটির ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার এক টুইট বার্তায় ক্যাথি হোচুল জানান, গভর্নর কুমোর পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত। তিনি আরো বলেন, ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে আমি প্রস্তুত আছি।
প্রায় ২০০ জনের সাক্ষ্যগ্রহণের পর গত সপ্তাহে তদন্তের অংশ হিসেবে কয়েক হাজার নথি, খুদে বার্তা ও ছবি পর্যালোচনা করা হয়। এর পরই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। যদিও অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছেন কুমো।