উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা সংস্থা এনএসআই’র অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ ধরা পড়লো মনসুর আলী (৩০) নামক এক রোহিঙ্গা।
মঙ্গলবার (১০ আগষ্ট) বেলা আড়াইটার দিকে গোয়েন্দা সংস্থা এনএসআই ক্যাম্প-৮/ইস্টে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর নিকট হস্তান্তর করা হয় বলে জানা গেছে।আটক মনসুর আলী ওই ক্যাম্পের জাফর (ব্লক-সি-১৪, এফসিএন-১১৩৫৯৬)-এর ছেলে এবং চিহ্নিত মাদক কারবারী।তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এনএসআইয়ের দায়িত্বশীল সুত্রে জানা গেছে।
অন্যদিকে, ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারীকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন অধিনায়ক মুহাম্মদ শিহাব কায়সার খান।