Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুন্দুজ প্রদেশের রাজধানীর দখল নিল তালেবান
--সংগৃহীত ছবি

কুন্দুজ প্রদেশের রাজধানীর দখল নিল তালেবান

অনলাইন ডেস্ক:

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের রাজধানী কুন্দুজও দখল করে নিয়েছে তালেবান। আজ রবিবার এ তথ্য জানানো হয়। কুন্দুজ দখলের মধ্য দিয়ে তিনদিনের মধ্যে আফগানিস্তানের তিনটি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিল তালেবান।

আজ রবিবার এক বিবৃতিতে তালেবান জানায়, তারা কুন্দুজ শহরের পুলিশ সদর দপ্তর, গভর্নর ভবন ও কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার চূড়ান্ত করার মধ্যে দেশটির বিভিন্ন স্থানে আক্রমণ বাড়িয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা প্রথমে বনাঞ্চল, গ্রাম ও ছোট শহরে হামলা চালিয়ে সেগুলো দখলে নিয়েছে। 

এর মধ্যে দেশটির বেশির ভাগ অঞ্চলই তাদের নিয়ন্ত্রণে গেছে। এর আগে সীমান্তের বিভিন্ন এলাকায় তালেবান নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলেও শুক্রবার প্রাদেশিক রাজধানী হিসেবে প্রথম দখল নেয় নিমরোজের জারাঞ্জ শহর। এরপর ওই দিন রাতেই সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট এবং যুদ্ধবাজ আব্দুল রশিদ দস্তুমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শেবারগানে হামলা চালায় তালেবান। গতকাল শনিবার এ শহরটিও নিজেদের দখলে নেওয়ার কথা জানায় তালেবান।

সূত্র : রয়টার্স

About Syed Enamul Huq

Leave a Reply