Saturday , 19 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ডেপুটি স্পিকারের বড় বোন ফতেমা বেগম আর নেই
--সংগৃহীত ছবি

ডেপুটি স্পিকারের বড় বোন ফতেমা বেগম আর নেই

অনলাইন ডেস্ক:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার বড় বোন ফাতেমা বেগম হেনা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) ভোরে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

জাতীয় সংসদের উপ-পরিচালক (গণসংযোগ) স্বপন কুমার বিশ্বাস জানিয়েছেন, মরহুমার জানাজা আজ বাদ জোহর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পবনাপুরে চরের হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

এদিকে, বড় বোনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন। 

About Syed Enamul Huq

Leave a Reply