নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর ডিমলা উপজেলায় চলমান কঠোর লকডাউনের কারণে অসহায় ও প্রতিবন্ধী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৩১-জুলাই) দুপুর ১টায় ডিমলা উপজেলা পরিষদ চত্বরে সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং রংপুর খোলাহাটি ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে সেনাবাহিনীর নিজস্ব খাদ্য ভান্ডার থেকে ৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল,ডাল,লবন,তেল,সাবান।
এ সময় উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইফানা বিনতে সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল হক, সাংবাদিক মাজহারুল ইসলাম লিটন, জাহাঙ্গীর রেজা, আসাদুজ্জামান পাভেল প্রমুখ।