Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মোহনগঞ্জ হাসপাতাল থেকে সার্টিফিকেট না দেয়ায় থানা বিপাকে

মোহনগঞ্জ হাসপাতাল থেকে সার্টিফিকেট না দেয়ায় থানা বিপাকে

মোহনগঞ্জ ( নেত্রকোনা)  সংবাদদাতা:

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ টি মামলার সার্টিফিকেট না দেয়ায় থানার তদন্তকারী কর্মকর্তা বিপাকে পড়েছেন। এ রিপোর্ট লেখা সময়ে হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, এ সপ্তাহেই সকল সার্টিফিকেট প্রদান করা হবে।
মোহনগঞ্জ থানা সূর্ত্রে জানা যায়, মার্চ/২০২১ ইং হতে জুন/২১ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ৭ টি মামলার সার্টিফিকেট না দেয়ায় এবং  মে মাসের ১৪ নং মামলার ভূল সার্টিফিকেট ডাঃ জান্নাতুন নেচ্ছা চাঁদিনী প্রদান করায় মামলার তদন্ত কর্মকর্তাগণ বিপাকে পড়েছেন। মোহনগঞ্জ থানার ও সি ( তদন্ত)  রাশেদুল ইসলাম বলেন, মার্চে ২ টি এপ্রিলে ১ টি জুনে ৪ টি মামলার সার্টিফিকেট থানায় দেয়া হয়নি। ফলে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার অগ্রগতি করতে পারছেন না। অপর দিকে ২৬ মে ১৪ নং মামলার ভূল সার্টিফিকেট ২১-০৬-২০২১ ইং  থানায় পাঠান। সশরীরে ডাঃ জান্নাতুন নেচ্ছা চাঁদনী ভূল সার্টিফিকেট ফেরত নিতে চেষ্টা করে ব্যর্থ হন।  পরে ভূল সার্টিফিকেট ফেরত চেয়ে হাসপাতাল থেকে থানায় চিঠি দেন। থানা কর্তৃপক্ষ এ ব্যাপারে নেত্রকোনা পুলিশ সুপারের সাথে কথা বলে ফেরত দিতে সিন্ধান্ত হয়। এ বিষয় নিয়ে ও সি ( তদন্ত)  ডাঃ চাঁদিনী কে মোবাইল করলে রিসিভ করেননি এবং হাসপাতালে পুলিশ পাঠিয়ে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হন। ওসি ( তদন্ত) চরম অসন্তোষ প্রকাশ করে বলেন,  হাসপাতালের ডাক্তারদের অসহযোগিতার জন্য  থানার সরকারি- কাজে দারুণ ব্যাঘাত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর মোহাম্মদ শামসুল আলম বলেন, এ সপ্তাহেই সকল সার্টিফিকেট থানায় দেয়া হবে। ভূল সার্টিফিকেট এর বিষয়টি ও সমাধানের চেষ্টা করা হবে। নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা এর সাথে কথা হলে বলেন, হাসপাতাল থেকে ভূল সার্টিফিকেট থানায় দেয়া হয়েছে আপনার কাছ থেকে প্রথম শুসলাম। বিষয়টি তলিয়ে দেখা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply